Tui Hamke Bhule Ja (তুই হামকে ভুলে যা রে পাগলা) song lyrics. The song is sung by Kundan Kumar and Kanika Karmakar. Music composed by Sandip Bansriyar. starring Sailendra, Raju and Ritu. The video of this song is directed by Prakash Mahato
–: Song Information :–
• Song :- Tui Hamke Bhule Ja
• Singer :- Kundan Kumar and Kanika Karmakar
• Music :- GS Music
• Lyrics :- Sandip Bansriyar
• Starring/Actor :- Sailendra, Raju and Ritu
• Camera and Edit :- Manas
• Director :- Prakash Mahato
• Manager :- Uttam Mahato (Singer)
• Produced by :- Seoul Entertainment
• Label :- Seoul Films
–: Tui Hamke Vule Ja Re Pagla Song Lyrics In Bengali :–
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখায় ছিলি রে পাগলি সুখেরি স্বপন
আজ কি কারণে ভাঙ্গলি মন তোর কি ছিলি রে দুশমন
তুই স্বামীর ঘরে যা রে সাথী থাকিস সুখে
বারে বারে মনে পড়ে তোরই শাসন
তোর দুনিয়ায় আসবো নাই যা রে সাথী
খুঁজলেও পাবি নাই মনে পড়বেক যখন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখায় ছিলি রে পাগলি সুখেরি শহর
আজ কি কারণে ভাঙ্গলি মন তোর কি ছিলি রে দুশমন
১.শুধু তোকেই ভালোবাসে ছিলি তোকে জীবন মানে ছিলি
জানে শুনে মারলি বাণ আমারি বুকে
বাঁচবো একা কেমন করে তোর বিরহে যাবো মরে
দিনে রাতে বইছে জল আমার দু চোখে
আমারি চোখে
ভুল বুঝিস নারে , কি বলে বুঝাবো তোকে
আজ আমি পরবাসী ,আর অন্য রে সোজন
শুধু তুই পাশে নাই আজ রে আমার মধ্যেই সাথী
এমনি ভাবে কাটাই দিবো সারা টা জীবন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখায় ছিলি রে পাগলি সুখেরি শহর
আজ কি কারণে ভাঙ্গলি মন তোর কি ছিলি রে দুশমন
২. এই কপালে তুই নাই লেখা কি কারণে দিস নাই দেখা
কে তোর হইলো আপন বল রে সাথী বল
কাকে পায়ে গেলিস ভুলে অভাগা সন্দ্বীপে বলে
অবশেষে এমনি কি হয় ভালোবাসার পর
ভালোবাসার পর
তোকে কি বলে বুঝাবো একটু বুঝার চেষ্টা কর
আগে তো ছিল নাই জানা হোবেক রে এমন
শুধু তুই পাশে নাই আজ রে আমার মদেই সাথী
এমনি ভাবে কাটাই দিবো সারা টা জীবন
তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন
আমার বাপে মায়ে দিল বিহা আমি করবো কি এখন
তুই কেনে দেখায় ছিলি রে পাগলি সুখেরি শহর
আজ কি কারণে ভাঙ্গলি মন তোর কি ছিলি রে দুশমন -২
তোর কি ছিলি রে দুশমন -4
— : –: Tui Hamke Vule Ja Re Pagla Song Lyrics In English :–
Tui hamke vule ja re pagla jonomer moton
Amar bape maye dilo biha ami korbo ki akhon
Tui kene dekhai chili re pagli sukheri sohor
Aj ki karone bangli mon tor ki chili re dushman
Tui Samir ghore ja re sathi thakis sukhe
Bare bare mone pore torei sason
Tor duniyai asbo nai ja re sathi
Khujleio pabi nai mone porbek jokhon
Tui hamke vule ja re pagla jonomer moton
Amar bape maye dilo biha ami korbo ki akhon
Tui kene dekhai chili re pagli sukheri sohor
Aj ki karone bangli mon tor ki chili re dushman