Kandate ki asechili amar jibone purulia song lyrics. The song is sung by Shankar Tantubay & Mira Das. Music composed by Sandip Bansriyar. starring Debraj & Rajlaxmi.
–: SONG CREDIT :–
• Song :- Kandate ki asechili amar jibone
• Singer :- Shankar Tantubay & Mira Das
• Lyrics :- Sandip Bansriyar
• Music :- GS MUSIC
• Camera :- Manas Da
• Edit :- Suraaj
• Feat :- Debraj & Rajlaxmi
• Director :- Rabin Mahato
–: Kandate ki asechili amar jibone purulia song lyrics in Bengali :–
ভুলে যা ভুলে যা তুই ভালোবাসা আমার
বিহা যখন হয়েছে আর নাই কিছু করার
ভালোবাসায় ভরা মন টা আজ ভাঙ্গে দিলি কেনে
কাঁদাতে কি আসে ছিলি আমার জীবনে
যত সপ্ন আশা ভালোবাসা ভাঙ্গে চুরমার
এই মনের মাঝে শুধুই আজ ব্যাথার হাহাকার
ভুলে যা ভুলে যা তুই ভালোবাসা আমার
বিহা যখন হয়েছে আর নাই কিছু করার
ভালোবাসায় ভরা মন টা আজ ভাঙ্গে দিলি কেনে
কাঁদাতে কি আসে ছিলি আমার জীবনে
কপালে কি এই টাই লেখা ছিল
তবে কি আজ দুটি মন আলাদা হলো
আমার কথা তুই রে আর ভাবিস না এখন
পরবাসী আজ আমি অন্য রে সাজন
ছাড়ে যাবার ছিল যদি তবে কেনে তুই
মিছা মিছি সুখের সপন দেখালি শুধুই
সত্যি কি আর হামকে মনে পড়ে নাই এখন
মনের মানুষ পায়ে ভুলে গেলিস আপন জন
যত সপ্ন আশা ভালোবাসা ভাঙ্গে চুরমার
এই মনের মাঝে শুধুই আজ ব্যাথার হাহাকার
ভুলে যা ভুলে যা তুই ভালোবাসা আমার
বিহা যখন হয়েছে আর নাই কিছু করার
ভালোবাসায় ভরা মন টা আজ ভাঙ্গে দিলি কেনে
কাঁদাতে কি আসে ছিলি আমার জীবনে
দুচোখ কাঁদলে তো সবাই দেখে
এই বুক ফাটা যন্ত্রণা টা দেখাবো কাকে
সারা জীবন কাটাব তোর স্মৃতি নিয়ে
তুই সুখে থাকিস সদাই স্বামীর সোহাগ নিয়ে -(2x)
যত সপ্ন আশা ভালোবাসা ভাঙ্গে চুরমার
মনের মাঝে শুধুই আজ ব্যাথার হাহাকার
ভুলে ভুলে যা তুই ভালোবাসা আমার
বিহা যখন হয়েছে আর নাই কিছু করার
ভালোবাসায় ভরা মন টা আজ ভাঙ্গে দিলি কেনে
কাঁদাতে কি আসে ছিলি আমার জীবনে
ভুলে ভুলে যা তুই ভালোবাসা আমার
বিহা যখন হয়েছে আর নাই কিছু করার
ভালোবাসায় ভরা মন টা আজ ভাঙ্গে দিলি কেনে
কাঁদাতে কি আসে ছিলি আমার জীবনে
Read more :-