অহিরে, বার মাসে তের মেলা..
কতেক সুন্দর হামদেক জেলা বাবু হো
কেওয়ে তরা করিহা না হেলা
গানজু ময়রেক সনসনি পারা গেলউ পাউবে ধুনি
গানজু ময়রেক সনসনি পারা গেলউ পাউবে ধুনি
যাহাই বসি রউয়ে দিন গনি।
যাহাই বসি রউয়ে দিন গনি।
অহিরে, এ হামরাক মায় মাটি
এখনো দেখাই আহে খাঁটি বাবু হো
পরেক দেকা দনা করবস
একাই কে হামরা করবল , গাউয়ে গাউয়ে নাচে করদল..
একাই কে হামরা করবল , গাউয়ে গাউয়ে নাচে করদল..
বাজনাহি করেক টলমল
বাজনাহি করেক টলমল
অহিরে , পাহাড় পর্বত, নদী নালা,
দেখবে হেত যদি জালা বাবু হো
দেখি তরাক জুড়াই জাতন মন
চারি দিকে শাল, পলাশ বন
দেখিইয়া জুড়াই যে ধন
চারি দিকে শাল, পলাশ বন
দেখিইয়া জুড়াই যে ধন
ধন্য হামরাক মানভূমে জনম
ধন্য হামরাক মানভূমে জনম
অহিরে ,কত নামি হাত ধরি মরলে
নেহি আউবে ঘুরি বাবু হো
রিজে রঙে কাটবে হে বেলা
দুই দিনেক ভবেক পাছা, আসা যাওয়ার হেলন সাজ
দুই দিনেক ভবেক পাছার, আসা যাওয়া হেলন সাজ
জয়দেব কহেই সুনা বারে বার
জয়দেব কহেই সুনা বারে বার
জয়দেব কহেই সুনা বারে বার
জয়দেব কহেই সুনা বারে বার