Adha Adhura Jiban,(আধা অধুরা হলো জীবন) Ato besi ke holo Apon purulia song lyrics. The song is sung by Shankar Tantubay. Music composed by Kajal Kumar Rajak. starring Somnath, Riya, Abhishek Dutta. The video of this song is Directed by Narayan Ch. Gorai.
–: Song Information :–
• Song :- Adha Adhura Jiban, Ato besi ke holo Apon
• Singer :- Shankar Tantubai
• Lyrics :- Kajal Rajak
• Music :- GS Music, Manoj Das
• Actor :- Somnath, Riya, Abhishek Dutta
• Camera, Edit :- Ganesh Gorai
• Director :- Narayan Ch. Gorai
• Choreographer :- Bapi Bauri
• Producer :- Anand Gorai
… 💔 ভালোবাসা এমন একটা জিনিস যা সবার জীবনে একবার আসে তবে সেই ভালোবাসা কাউকে বাঁচতে শেখায় আর কাউকে বরবাদ করে দেই 💔 ….
আধা অধুরা হলো জীবন টা ভালবাসাতে
এই মনে শুধু কষ্টই পালি প্রেমের খেলাতে
ও আধা অধুরা হলো জীবন টা ভালবাসাতে
এই মনে শুধু কষ্টই পালি প্রেমের খেলাতে
আজ মন কাঁদে যায় অবিরত
ভাঙ্গে চুর হলো সপ্ন যত -(2x)
তার তুই এই যে কারণ
এত বেশি কে হইলো আপন ও প্রিয়া রে
ভালোবাসে দিলি রে যখন -(2x)
ওই ভালোবাসে আপনালি
তুই নিজের টাই ভাবলি খালি
তুই আমাকে পর করে দিলি
হলি তোর চোখের বালি -(2x)
সব জানে তুই হলি রে অজানা
এই মনে শুধু দুঃখ বেদনা -(2x)
তার তুই এই যে কারণ
এত বেশি কে হইলো আপন ও প্রিয়া রে
ভালোবাসে দিলি রে যখন -(2x)
তোকে কত বলে বলেও হারি
আমি টুকুও সইতে লারি
আমার চোখের সামনে কারো সাতে
থাকিস হাতে ধরা ধরি -(2x)
কাজল মুখ বুজে সব সহে যায়
তুই বুঝবি রে একদিন এখন নাই -(2x)
কত করেও যে বরণ
এত বেশি কে হইলো আপন ও প্রিয়া রে
ভালোবাসে দিলি রে যখন -(5x)